তুমি কি আঁকতে পারো ?
আঁকতে পারো একটি দেশের ছবি
স্বপ্নীল একটি দেশের ছবি,
যেথা সারারাত ধরে
জেলে মাছ ধরে
আশায় নতুন রবি।


যেথা নদীর জল
তীরে ঝরে পরে
নিখুত হাতে
নব তট গড়ে,
সোনালী ডানায় ওড়ে বক সারি
হিমেল হাওয়ায়
মাঝি ছাড়ে তরি।


যেথা শ্যামল ছায়ায়
পদ্ম্য ফোটে – শিমুল বকুল
শিউলি কামিনি,
গাঁয়ের ষোড়সি বাকা হাসি ঠোটে
যৌবন সূখ মুক্ত বিহঙ্গে
স্বাধীনতার নিস্পাপ সাধ
কোমল পুস্পে ফোটে ।


যেথা কল কাকলীতে মুখরিত থাকে
পাখি বাধে বাসা বৃক্ষ সাখেতে
জোনাকিরা রাতে প্রতিযোগে মাতে
মিত্রতা গরে জোছনার সাথে
বাতাস যেথায় সুবাশ ছরিয়ে
গায় ঘুমপারানি গান।


যেথা রংধনু, রঙিন ছবি আঁকে
কাশফুলেরা গায় নদী বাঁকে,
মায়ের মুখের স্নিগ্ধ হাসি
দেখলে প্রান জুড়ায়।
স্বাধীনতা যেথা
নিস্পাপ করে
প্রতিটি মানব হৃদয়।


প্রকৃতি যেথা আপন মনে
প্রতি দিন ক্ষন নব প্রেম জ্জ্যানে
শুর বাধে গান স্বপ্ন বোনে।
ছবির মত আমার এদেশ
এত ভালোবাসা কভু হয়না নিঃস্বেশ
সেইছবি আজ এসো আকি সবে
আমাদের মনে প্রাণে।



০৪-০৬-০৮