নতুন এক সভ্যতা
নীল নদের বালুর চড়ায়
বিধৌত যৌবনে উত্ষারিত
নতুন মানবাবয়ব ।
ফারাও সম্রাগ্গির
অন্তরে অন্তস্থলে
নতুন প্রনের সন্ধান ,
আবদ্ধ এক পিরামিড
শূন্যদ্যা ছেড়ে
ফুলের নতুন আবাসন
সাহারার বুকে নতুন হৃদ স্পন্দন ।
পদ্মা মেঘনা যমুনার
বাসি যৌবনে নতুন ধারা
তুমি দিলে
কোন কিশোরে নতুন উদ্যাম
প্রেষিত ময়ূর শয্যা-
ময়ূরাক্ষী ।
যুগ যুগ ধরে প্রতিবাদের
ভাষা তুমি দানিয়াছ
ম্যাক্সিম গোর্কি থেকে
বাংলার নজরুল কে ।
কালে কালে কিদ্রহি হয়েছ তুমি
পলাশির প্রান্তর ।
বাংলার স্বাধীনতা মেঘে ঢেকেছে
তবু হারিয়ে যায়নি ,
বিলিন হয়নি তোমার
স্রোত ধারা ।
অসংখ্য যুবতিকে দিয়েছ
বাঁচার আশা , মুছে দিয়েছ
কুমারিত্ত হারানোর বেদনা
ধুয়ে দিয়েছ তাদের শরীর থেকে
ক্লান্ত যৌবনের পদচিহ্ন ।
তুমি দিলে-
না পাওয়ার বেদনায় আর্ত
কোন যুবাকে
নতুন এক সম্ভাবনা
নিজেকে উজাড় করলে তুমি
পাইয়ে দিলে তার স্বপ্ন ।
ময়ূরাক্ষী তুমি দিলে
ক্লান্ত প্রাণে শান্তির ছোঁয়া
অমবশ্যার গহিন কে হটিয়ে
চন্দ্রোত্জ্বল পূর্ণিমা রাত।
ধরণীতে একে দিলে
সুখের স্বারক চিহ্ন
তুমি দিলে-
ময়ূরাক্ষী ; শুধু তুমিই দিলে ।