আগের সে দিন গলো
যদি ফিরে পেতাম
সোনার খাঁচায় করে
ধরে রাখতাম।
জীবন এগিয়ে চলে
নদীর মত
দুকূল ভাসিয়ে চলে
ভাঙনে রত
ছোট নদী ভেঙে হয়
পূরণো যৌবনা
সাগর সন্ধানে ছোটে
বাতাসে দক্ষিণা।
বাসনা পূর্ন হল
সাগর সংগমে
বীলিন যে হয় সে
প্রেমে প্রিতমে
ছোটবেলার সে দিন গুলো
পরে যায় মনে
ফিরে আবার যেতে চাই
জীবনের সেই খণে।