ফুল পাখিরা উড়ে যখন
ইচ্ছে করে মনে,
আমি যদি পাখি হতাম
যেতাম উড়ে বনে!

আলোর সাথে খেলা করে
মনে মনে ভাবি,
তাদের মতো যদি আমি
হতাম আলোর চাবি!

খোলা মাঠে হাঁটি যখন
উজাড় করে মন,
তারই মতোই উদার হতে
শক্ত করি পণ।

রাত দুপুরে চাঁদের আলোয়
খেলতে ভালবাসি,
চাঁদের সাথে খেলতে গেলে
ছড়ায় আলো, হাসি।

প্রকৃতিটা দারূণ সাজে
সাজিয়েছে মোর রব,
তারঁ করুণা পেয়ে মোদের
সফল হলো সব।