অমানিশা রাত্রি
দূর পথের যাত্রি
রাস্থায় নেই গাড়ি,
এতো দূর পথ
কেমন এ-শপথ
দিতে হবেই পাড়ি।


যাই গুরুর কাছে
এমন গুরু কত আছে?
যারা দেয়না শিষ্যের ঠাই,
ফিরি কালি মুখে
মন ভরা দূঃখে
আমি ভেবে লজ্জা পাই।


শেষ হল রাত
উদিল প্রভাত
কষ্টের হয়ে গেলো শেষ,
করি মোনাজাত
তোলে দুই হাত
মুছে যাক মোর গুরুর ক্লেশ।


১৭-০৯-২০১১
সিলেট।