আমরা বড়ই আজব মানুষ
বাঙালি কয় যারে,
তাই তো শাসক ইস্যু দিয়ে
শাসন করতে পারে।


নিত্য পণ্য কত কিছু
না খেয়ে যায় দিন,
কাঁচা মরিচ নিয়ে মোরা
বাজিয়ে যাচ্ছি বীণ।


ইস্যুর ফাঁদে পড়ে মোরা
হারিয়ে ফেলি মূল,
শেষে খুজি আসল মোদের
পাই না তো আর কুল।


ইস্যুর জালে পড়ব না আর
এই হোক মোদের পণ,
তবেই হবে দাবি আদায়
শান্ত হবে মন।


২ জুলাই-২০২৩
গোয়াইনঘাট, সিলেট