ওগো ফররুখ
মোর বড় দুঃখ
জলে ভরা চোখ।

তুমি নেই ভবে
তাই কাঁদি সবে
বলো আসবে কবে?

ফেলে গেলে তুমি
কাঁদি দিবা-যামী
খুঁজি তোরে আমি।

ডাকে দাও সাড়া
দেব দুধ মাড়া
মোর খুব তাড়া।

ছিলে সৎ পথে
তাই কোন মতে
চাই তোরে পেতে।

তুমি এসো ফিরে
ছোয়া দিবে মোরে
কিছু আদর করে।।