মা নিয়ে আজ লিখব কিযে
শেষ হবে না লিখা,
অশান্তি সব দুর হয়ে যায়
পেলে মায়ের দেখা।


এতো মধুর কন্ঠ যেন
আর শুনিনি কভূ,
মাকে আমার কষ্ট কবু
দিও না হে প্রভূ।


মায়ের হাতের রান্না কেহ
রাঁধে নি এই ভবে,
মা ছাড়া তাই কে বলতো
এত আদর দেবে?


প্রভূ ছাড়া কারো কাছে
নুইত যদি মাথা,
সেজন তো আর কেউ ছিল না
তিনি আমার মাতা।


শিশু-কিশোর শোন সবে
বলি একটা কথা,
মায়ের মনে কভূ তোরা
দিও নাকো ব্যাথা।