সবুজ সমারোহ আর
ডালে ডালে ফুল,
ফাগুনের হাওয়া এটা
নেই এতে ভুল।


নতুন কুঁড়িতে আজ
ডালগুলো ঢাকা,
প্রকৃতিটা যেনো এক
শিল্পীর আঁকা।


পাখিগুলো গায় গান
মন মাতানো স্বর,
কলরবে শেষ রাত
হয়ে যায় ভোর।


ফাগুন স্বাগত জানায়
ঋতুরাজ তোরে,
উপভোগ করি সবে
দুই চোখ ভরে।


চারদিক জেগে ওঠে
তরতরে তাজা,
বসন্ত তাই নাকি
ঋতুদের রাজা।