সারা দিনই ব্যস্ত ছিলাম
কাজ ছিল আজ বেশ,
তবু হাঁটায় গতি ছিল
ক্লান্তির নেই লেশ।


হেঁটে চলার কারণ ছিল
রাস্তাতে যানজট,
পাশের মে'টা এমন ভাবে
হাঁটছিল ঝটপট।


সাথীরা ওর অনেক পিছে
দেখেনি সে ফিরে,
বারে বারে বলছে ওরা
এতো তাড়া কীরে?


আমি তখন মহা ফাঁদে
যানজটে-ম্যানজটে,
হাঁটছিল সে সামনে আমার
আমি পিছে বটে।


হাঁটার গতি যাচ্ছে কমে
এখন কী যে করি?
এমন সময় মারলো ঘুষি
ফিরে বলে স্যরি!!!