আঙুলের ডগায় ঘোড়া রেইছ শেষ হলে, জকিদের মৃত্যু হয়। আর ঘোড়াগুলো—উইপে'র গায়ে লেগে থাকা আর্তনাদ মেখে দৌড়াতে থাকে মরুর দিকে...    


আর আমরা যাদের গলে বিজয়ের লকেট পরাব বলে স্থির করেছি,তারা নিজেদের অফ্-মুড ঘোষণা করে ইন্জয় করে অন্তর্বাসের ছায়ায়।  


এভাবে একদিন ইমিটিশন শহরের রাত শেষ হলে, পাহাড় ফেটে নেমে আসে বহুযুগ পুরোনো খুরের আওয়াজ। তাদের রস ভরা ঠোঁট শুকিয়ে ফ্যাকাসে হয়ে যায়।কেঁপে ওঠে কাগজের জমিন।


আর তখন অন্তর্বাসের জং ধরা হুক থেকে পালাতে থাকে— শেষ গোঙানি।


‪০৭/০৪/২০১৭‬