চোখের আলো দিয়েছিলে
দুচোখ ভরে দেখার তরে
এখন আমি আধাঁর দেখি
মান বাঁচানোর শংকা ডরে


কন্ঠ আমার সরব ছিলো
মন্দ ভালো বলার তরে
এখন আমি বাকরুদ্ধ
শুধু বুক ফাঁটিযে অশ্রু ঝরে।


শ্রবণ শক্তি ছিলো যে মোর
শুনতে পেতাম চারিপাশে
এখন শুধু নিজেই শুনি
স্ব-আওযাজই শুধু কানে আসে


চোখ, মুখ, কান সবই নিযে
আমি এক আজব মানুষ
চোখ থাকিতেও অন্ধ আমি
দেখতে পাইনা রঙের ফানুস।


চোখ, মুখ, কান সবই নিয়ে
আমি এক আজব মানব
মুখ থাকিলেও বলতে পারিনা
হা করে আছে মানবরুপী দানব।


চোখ, মুখ, কান সবই নিযে
আমি এক নির্জীব জীব
কান থাকিতেও শুনতে পাইনা
শুনলেও আজ  হিতে বিপরীত।