অস্থির পৃথিবী আজ অবাক বিষ্ময়
মানব সভ্যতা কি আজ হুমকি র মুখে
থমকে আছে শত কোলাহল, বিষ্ফোরিত আয়োজন
ভাবনায় সরে গেল হানাহানি-আছে  যত নীচ প্রয়োজন


মোড়লেরা কথা কয়, কিবা হবে আজ এত যোজন
কামান, গোলা, বারুদ, ট্যাংক,সাবমেরিন, যুদ্ধ জাহাজের প্রয়োজন
বৃথা সবে হয় চোখের আড়ালে আজ যত ভয়
মানবাত্মা কেঁদে মরে  অদৃশ্যের হয় শত জয়।


প্রযুক্তি কে করেছি টেনে এত বেগবান
সাথে মোরা করেছি বিবেকটা ম্লান
ধ্বংসের বেড়াজালে ধমকি আর হুমকিতে
গেয়ে গেছি সভ্যতা বিনাশের গান।


আজ এই ক্ষণে অসহায় মনে
অদৃশ্যরে\ ডাকি তুলে দুহাত
নিয়তি কোথায় ঠেকেছে জানিনা
সভ্যতার মিছিলে আজ বড় চপেটাঘাত।


দানবেরে ভয় পাই, মানবেরে ভয় পাই
মানব  রূপী দানব হর হামেশা মিলে যায়
আজ অণুজীবে ভয়, অল্পতে ক্ষয়, নিঃশ্বাসে নেই ভরসা
বাঁচিবার তরে ভুলি সব ঘৃণা মিলে মিশে দেখি নতুন দিগন্তের আশা।