চোখের পর্দা খুলে দেখি
মিশে আছে ধুলি সবি
অযতনে অবহেলায়
আমার প্রিয় মাতৃভূমি।


জন্ম আমার দেশটা আমার
আমার মায়ের ঋণ
স্বপ্ন দেখি মরি শুধু
ফুরিয়ে যায় যে দিন।


অর্ধশতক যায় পেরিয়ে
রক্ত ঝরার দিন গড়িয়ে
সম্ভাবনার দুয়ার খুলে
ঝিম ধরিয়েছি গা এলিয়ে।


প্রিয় দেশটা স্বর্গ সমান
মানটা রাখা উচিত অম্লান
হন্য হয়ে খুঁজে ফিরি
আছে কি আজ ধ্যান ও জ্ঞান।


বেপরোয়া পাগলা ঘোড়া
ছুটে চলে দ্বিগবিদ্বিক
কোন গগনে স্বর্গ খুঁজি
দূর আকাশে তারার হিড়িক।


কোমলমতি দেশটা মায়ের
রক্তে গড়া আমার ভায়ের
লাশ পচা ঐ জৈব সারে
অন্ন জোগায়, ভিত গড়েছে সুদৃঢ়।


জন্ম জানি বৃথায় শুধু
দেখ মেলে আজ দেখি শুধু
নোংরামির ঐ ঝাপটা হাওয়া
কাঁদায় মোরে গীতি গাওয়া।


এতো কিছুর পরেও যে আজ
মরি না গো পেয়ে যে লাজ
মরার তরে ঘৃণা ভরে
অন্ধ সেজে রবো ঘরে।