খোলসের আবরণে ঢাকা  মন
যদি হতো এক পসলা বৃষ্টি
তবে কি খুঁজে পেতাম পিশাচের আসল রূপ
অজাতশ্মশ্রু হলে হয়তো সন্দেহের বাতিক হতো
এতো এক মহামারী লেবাস
অন্তরে আছে শত কোটি নেকড়ের বাস।


কতটা লালসা বুকে ধারণ করেছে
পরিমাপের নিক্তি যদিওবা নেই হাতে
ভয়ংকর থাবার নৃশংসতা বলে দেয়
হায়েনারা ঘুরছে চারপাশে
ঘাপটি মারা কুকুরটা আজ অসময়ে
সিংহের হিংস্রতা নিয়ে আসে।


বিষধর সাপ ফনা দেখে পরিচয়
গিনিপিগ এর রুপে থাকা নিরীহ প্রাণী
কতই না অসহায় দিবালোকে
অথচ সমাজের রন্ধ্রে ঢুকে যাওয়া মোড়লরা
জিহ্বা চেখে নেয়, ফতোয়ায় ক্ষণে ক্ষণে
নিয়ত দংশন করে চোখে, মুখে ও মনে।


বিষের জ্বালাা তো আর সয়না সবে
যন্ত্রনার বিষফোঁড়া গুলো যদি  গলে না যায়
তবে একদিন বিস্ফোরিত হবে
অব্যক্ত বেদনায় গ্রেনেড হাতে।
কোন কালে অসময়ে প্রকাশিত হলে
রুখে দেয় সমাজ ছলে, বলে বা কৌশলে।