সূর্যটা যদি আর না উঠে
পৃথিবীটা থমকে যাবে হয়তো একদিন
তার ও আগে----
আজ নির্জন এই জনপদ
অবাক করা শতকোটি  মানুষের দুই চোখ
পাখিরা গান করা ছেড়ে দিলো
পথে পথে লাশ
শকুনের ও লোভ নেই
শিয়াল কুকুরেরা  নির্লিপ্ত
লাশ পচা গন্ধটা আর উৎকট নেই
ফুল ফোটা থেমে গেছে
ঝরাপাতার গাছে শিহরণ নেই আজ
মিউনিসিপ্যাল এর কর্মীরা ক্লান্ত হয়ে গেছে
টেনে ঠেলে লাশের মিছিলে শুধু নিস্তব্ধতা
কচি ঘাস ও মলিন ধূসর
শাবলে ধার নেই, অন্তরে জ্বালা নেই
পাথরের এই পৃথিবীতে মানবেরা হুমকির পথে।
ভালোবাসা হার মেনেছে মাথা খুঁড়ে মরে চার দেয়ালে
নিঃশ্বাসে নিঃশ্বাসে সাপের ছোবলের বিষ
বাতাসটা আজ বড় ভারী, চোখ ভরা তুলোর আকাশ
উড়ে যেতে যেতে গভীর হতে আরো গভীরে
অতল হতে আরো তলে সভ্যতার ধ্বংসস্তুপে
থমকে দাঁড়ালো পৃথিবী।