স্বাধীনতার পরশ পেয়েছি
মনে তাই আজ এত দোলা
ও আমার মায়ের দেশ
কখনও যাবে কি তোমায় ভোলা।


জন্ম, জননী তুমি জন্মান্তরে
তোমায় বেঁধেছি রক্ত বাহুডোরে
মিশে আছো নিরবধি তুমি
হৃদয়ও মম মন্দিরে।


অভিলাষে শুধু, নয় কোন মোহে
শপেছি, রাখিবো অম্লান
তুমি রবে প্রাণে, হৃদযের টানে
যবে লাগে তবে বধিব পরাণ।


রাখিতে সহায় তোমার শত সম্ভ্রম
জাতি,বর্ণ,গোত্র ভেদ নাহি
বিসর্জনে অকাতরে শত লক্ষ প্রাণ,
আজো নেচে উঠে প্রাণে নব উদ্যম।


রয়েছো তুমি হৃদয়ের গহীন মন্দিরে,
তবে মনে কেন এত ব্যাকুলতা
ভাসাবে কি তোমার ভেলা,
ভিড়বে কি মোর জননীর বন্দরে।


তবে কেন এত ইতিহাস আনি
গেয়ে যাই সাম্যের গান।
মম শিরে তেজোদীপ্তি কি নাহি
স্বাধীনতার গীত তব গাহি।


ও আমার প্রিয় স্বাধীনতা
স্বপ্নের স্বাধীনতা আমার।