কল্পনার কতগুলো রঙ হয়
হিসেব কখনও করা হয়নি
শুধু
আঁধারের নিকষ কালোয়  হারানোর ভয়ে
পুনরায় রাঙাতে চেয়েছি জীবন।


আলোকিত এ সপ্তস্বর্গ আমার সময়ের কাঁটায়
সাত রঙে ভরা বুক জুড়ানো স্বপ্নিল,
প্রকট রঙীন।
আশাহত  গাঙচিল নয়,  নিশীথের ডাহুকী নয়
নীলাকার আজ  পুরো ভালবাসার নীল।


নীল ভালবাসার অসম কষ্টগুলো একদিন
জমাট হওয়া হাওয়ায় বহে চলা পাথর-জল,
হিমাদ্রি সম-
অসংগত প্রেতাত্মার হাতছানি ও ছল
নিমেষেই হয়ে  উঠি কর্মে অবিচল।


শততার সঙ্গায়িত সমীকরণ
সহজীকরণের আপ্রাণ আস্ফালন।
                 ফলাফল-
বিমূঢ় চুপসে যাওয়া ক্ষণগুলো
হিসেবের খাতায় ধুসর মলিন।