ও জীবন তুই কয় দিনের
মৃত্যুর পর ভয় দিনে,
থাকবেনা কেউ সেই দূর্দিনে
কেবলই তুমি আনমনে
ভাববে বুঝি করলাম কি?
মিছে জীবন সবটাই ফাঁকি
জীবনের ইতি মরণে আঁকি
নেইতো আর কিছুই বাকী।
শূন্য জীবন ঘৃণ্য স্মৃতি,
গাইব শুধু মিছে গীতি
হাহাকারের এমনই রীতি
থামবেনাকো নেইকো নীতি,
সময় আছে শুধরে নেওয়ার
ভুলে আরাম আয়েশ আবার।