অনেক বছর আগেও আমি
খুজতে তোমায় এই বাংলাতে
ঘোরের মাঝে হারিয়ে নিজেকে
অস্রুজলের স্বচ্ছ ধোঁয়া তে ।
মন পৃথিবীর কান্না মাখা
সজীব বায়ুর আবছা আলোয়
সেই জননীর মায়ার আঁচল
তার পায়েরি নগ্ন ধুলোয় ।
মরতে চেয়েছি শতবার
ওগো বঙ্গভুমি তোমার বুকে
কি নিদ্রা তোমার কোলে
হারিয়ে গেছি দুঃখ সুখে ।
কি মায়াতে পড়েছি আমি
কি যে ছিল তোমার অঙ্গে
ভাবতে পারিনি হায় কখনো
সব কিছু পাই এই বঙ্গে ।
আবার আমার সাধ জেগেছে
ফিরতে ওগো তোমার কোলে
কি যে জাদু করেছ আমাতে
পাগলামি করি কত কি বলে ।
পায়ে পায়ে আজো হেটে চলি
কত বিশাল তুমি বঙ্গ মাতা
জতই তোমার স্তুতি গাই
শেষ হয়না গানের কথা ।