আমার আব্বু খুব শিক্ষিত না হলেও বিভিন্ন ছান্দিক কথাবার্তা তার মুখে অনায়াসেই চলে আসে! বংশগত কারণেই হয়ত কবিতা/ছন্দের প্রতি এতটা আসক্তি আমার!
খাতা কলমে প্রথম কবিতা লিখি চতুর্থ শ্রণীতে পড়াবস্থায়, যার নাম ছিল "পাখি" কবিতাটা হারিয়ে ফেলেছি  তবে আরো কয়েকটি কবিতা লিখে তখন ক্লাসমেটদের দেখিয়েছিলাম, যা এখনো সংগ্রহে আছে এবং যতবার পড়ি ততবার হাসি.....
ক্লাস ফাইভে উঠে জনৈক ক্লাসমেটের কাছে "কুঁড়িমুকুল" পত্রিকাটি দেখে ভালো লেগে যায় এবং তখনই "কুঁড়িমুকুলের" গ্রাহক হয়ে যাই!
কুঁড়িমুকুলে তখন আমার সবচেয়ে প্রিয় কবি ছিল "জিয়া হক" ভাই এবং মুসাব্বির হোসাইন সাব্বির ভাই। জিয়া হক ভাইয়ের সেই বিখ্যাত "ফাটাফাটি" কবিতাটি ক্লাস সিক্স থেকে আজ অবধি আমারর মুখস্ত আছে..
বলতে দ্বিধা নেই, তাদের এবং কুঁড়িমুকুলে আরো অন্যান্য লেখকদের লেখগুলো পড়েই আমি কবিতার প্রতি আকৃষ্ট হই এবং লিখায় মনোনিবেশ করি!  পরবর্তিতে আমার সেই হারিয়ে যাওয়া "পাখি" কবিতার দ্বিতীয় ভার্সন লিখি ক্লাস সিক্সে বসে। ক্লাস সেভেনে বসে লেখা আমার সেরা কবিতা ছিল "আমার গাঁ" যেটা দারুননাজাতের শিক্ষাসফর স্মারকে প্রকাশ হতে চলছে.  
যাদের লেখা পড়ে পড়ে অনুপ্রাণিত হয়ে আমিও দু'কলম লিখতে সচেষ্ট হয়েছি, তাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম.......... ।।