এইযে খোকন আমার গাঁয়ে গেলে
সত্যি তোমার উছল হবে মন
বকের সারি সাদা পালক মেলে
নীল আকাশে বেড়ায় সারাক্ষণ!
.
হলদে পাখির সেইসে মধুর সুরে
সত্যি খুশি লাগবে তোমার মনে
দেখবে তুমি বন বনানী ঘুরে
ভাব করিবে টিয়া পাখির সনে!


.
এরই মাঝে দমকা হাওয়া এসে
হিয়ায় তোমার দিয়ে যাবে দোলা
দেখবে তুমি হেথায় রঙিন বেশে
আসছে উড়ে প্রজাপতির মেলা!
.
যাবে তুমি আমার ছোট্ট গাঁয়ে
দেখবে তারার ঝিকিমিকি খেলা
ভোরের শিশির চুম দিয়ে যায় পায়ে
তাল দিঘীতে ভাসছে সখের ভেলা
.
শাপলা কমল ফুটছে সরোবরে
কোকিল কুহু ডাকছে হিজল শাখে
ভ্রমরেরা গুনগুনিয়ে উড়ে
সত্যি তুমি অবাক হবে দেখে
.
ফুল ও ফলের নেইকো অভায় সেথায়
ঠিক যেন এক নিখুঁত তুলির আঁকা
তুমি যদি আসো আমার এ গাঁয়ে
সবি তোমায় দিব ওহে খোকা!