তুমি ছেলে,
তোমার এক শোল্ডারে নিতে হবে
তোমার প্রিয়তমা-তার দু:খ, সুখের ভার,
অন্য শোল্ডারে নিতে হবে
তোমার বাবা-মার শেষ সময়ের
টুকটাক মিষ্টি-মধুর,খুশির আবদার;
আর ভাই-বোন দের উচ্ছ্বাসের
ছোট্ট ছোট্ট কারবার।


তুমি ছেলে,
তার সাথে দেখতে হবে
নদীর ওপারের রক্তিম সূর্য দেখার স্বপ্ন!


তুমি ছেলে
হাঁপিয়ে পরা তোমার স্বভাব নয়,
বট গাছ হয়ে সবাইকে
আগলে রাখাটা তোমার ন্যাচার!
তোমার ন্যাচার!!