দোজাহানের মালিক খোদা
তুমি মেহেরবান,
খোদা-তুমি মেহেরবান।


তোমার নামে লুটে পরে
আসমানের ওই চাঁন,
খোদা-তুমি মেহেরবান।


চন্দ্র সূর্য গ্রহ তারা
আসমান জমিন সাগর ধরা,
তোমার ইশারাতে চলে
সবার-দেহ মন প্রাণ,
খোদা-তুমি মেহেরবান।


শস্য শ্যামল তরু ছায়া
রৌদ্র বৃষ্টি কুয়াশায় ভরা,
আহা; কি সুন্দর তোমার দান
ও খোদা-তুমি মেহেরবান।

ফুলে ফলে ভরে থাকে
শেষের নাহি ভয় যে লাগে,
খোদা-তোমার দোজাহান;
খোদা- তুমি মেহেরবান।


আলো বাতাস অরুনরাঙ্গা
নদী পর্বত ঝর্ণাধারা,
কি যে সুন্দর তোমার সৃষ্টি-
কি যে সুন্দর তোমার সৃষ্টি
দেখে-ভারি লাগে প্রাণ,
খোদা-তোমার দোজাহান,
খোদা- তুমি মেহেরবান!