আমার ইচ্ছে গুলো ইচ্ছে ছিল আকাশ চুম্বি,
নীলাকাশে ডানা মেলে উড়বো সারা দিবা-রাত্রি।


আমার ইচ্ছে গুলো ইচ্ছে ছিল
নানান রঙের স্বপ্নের ঠোঙ্গায় মোড়ানো,
অতিথী পাখি হয়ে ঘুরে বেড়াবো
সারা বিশ্বব্রহ্মাণ্ড।


আমার ইচ্ছে গুলো ইচ্ছে ছিল
সুরের মুর্চ্ছনায় জড়ানো,
বসন্তের সকাল রাঙাবো
পিয়ানো আর বাঁশির সুরে মিশানো।


আমার ইচ্ছে গুলো ইচ্ছে ছিল
স্বপ্ন-সারথির স্বপ্নের ভেলায় চড়বো,
তার আকাশ-চুম্বি স্বপ্নের নেশা মেটাবো।


আমার ইচ্ছে গুলো ইচ্ছে পাখি হয়ে
মৌনতার আস্তানাগারে বন্ধী রইলো শুধুই,
মৌন খাঁচার দরজা আজও খুঁজে বেড়ায়
উড়াল দিতে আকাশে,
দিবা-রাত্রি।।