জীবন পাতার জলছাপে
নানান বাঁকে অনেকেই হারিয়ে যাবে,
লেখকদের জীবনে শুধু
কলমই রয়ে যাবে।


যাদের নিয়ে এক সময়
টিএসসি কিংবা ভিসিতে
মন খুলে আড্ডা দিতো,
তাদের কাছে সময়ের ব্যবধানে
অর্থ ও প্রতিপত্তির গরিমায়
অপরিচিত হয়ে যাবে।


যাদের কাছে এক সময়
আদরের- সোহাগের কিংবা
কারো কারো কাছে সম্মানের,
তাদের নিকট প্রয়োজনীয়তার হিসাবে
নিষ্প্রয়োজনের লিষ্টে পরে যাবে।


যে প্রয়িতমার কাছে মাঝে মাঝে
তার প্রিয় মাতার ছেয়েও আপন ছিলো,
সেই প্রিয়তমার কাছেও নানান সমীকরণে
অনিশ্চিত ভবিষ্যতের দোহাইতে
বাতিলের লিষ্টে পরে যাবে।


ক্ষণে ক্ষণে নানান হিসেবে,
নানান সমীকরণে
লেখকের জীবন থেকে
প্রায় জিনিসই হারিয়ে যাবে,
বেলা শেষে শুধুই
লেখকের জীবনে কলমই রয়ে যাবে!!