তুমি যদি প্রশ্ন করো,
আমার চোখের দিকে তাকিয়ে
তুমি কি দেখতে পাও!!,
কেউ বলবে-
সমুদ্রের বিশালতা কিংবা জোয়ার ভাঁটার অপরূপ সৌন্দর্য।
হয়তোবা কেউ বলবে,
হিমালয় কিংবা কাঞ্চনজঙ্ঘার বিশালতা।
আর আমি সব ছাপিয়ে বলবো,
নীলাদ্রি লেকের শীতল নীরবতা;
একদিকে মেঘালয়ের সবুজ শ্যামলতা
অন্যপাণে হাওড়ের স্থবিরতা,
মাঝে নীলাদ্রি-
তোমার স্বচ্ছতা, সাথে মৃদু উষ্ণতা!!