একদিন অভ্যেস হয়ে যাবে,
অভ্যেস হয়ে যাবে এক দুই করে
বেশ কয়েকটি সপ্তাহ
তারপর মাস, মাস পেরিয়ে বছর।
অভ্যেস হয়ে যাবে।


সময়ের নিরিখে অনেক কিছুই
অভ্যেস হয়ে যাবে,
নানান কর্মে, ব্যস্ততার সমীকরণে
আপনা-আপনি অভ্যেস হয়ে যাবে।


অভ্যেস যে শুধু একা আমার হবে তা নয়
দু‘জনারই অভ্যেস হয়ে যাবে।
যেমনটা এক কালে অভ্যেস হয়েছিলে,
আমাতে তোমার, তোমাতে আমার!


আর এখন তোমার না থাকাটাই
অভ্যাসে পরিণত হবে।
শুধু শেষ রজনীতে
কিছু স্মৃতিরা ফিরা দিবে!!
তখন না চাইতেই
দু‘চোখের কোণ বেয়ে
দু'টো সুরু রেখা নেমে যাবে,
আর বাকিটা অভ্যেস হয়ে যাবে
আসলেই অভ্যেস হয়ে যাবে!!