আল্লাহু আল্লাহ্
তুমি রহমানুর রাহিম- আল্লাহ্,
তোমার ডাকে সাড়া জাগে
আমার দেহ মন প্রাণ যে খোদা,
তুমি মেহেরবান
আল্লাহ্, তুমি মেহেরবান।

গ্রীষ্ম বর্ষা কতই দিলে
দিলে কত ঝর্ণা ধরা,
আরো দিলে দুয়ার খুলে
তোমার পবিত্র মাহে রমজানে,
ও খোদা-তুমি পরওয়ারদিগার;
খোদা তুমি ক্ষমার মান।

আমি পাপী ভুলি তোমায়
তুমি করো ক্ষমা আমায়,
দাও গো কতো মান গো
খোদা, তুমি মেহেরবান।

তুমি আল্লাহ কতই মহান,
আমায় করো দান
তোমার- দয়ারও ভাণ্ডার,
আল্লাহ্ তোমার রহমতেরও মান,
ও আল্লাহ্- তোমার দোজাহান।

চন্দ্র সূর্য কতই দিলে,
দিলে মোরে প্রিয় নবীর উম্মত করে,
আমি খুঁজি তোমায় আমার করে
ও আল্লাহ্, তুমি আমায় করো মান
আল্লাহ, তুমি নবীর প্রাণ গো আল্লাহ
তুমি মালিক এক,
আল্লাহ তোমার দোজাহান!!