বেশ ক'টা দিন হলো, বেশ ক'টা দিন
আমার দীঘল কালো এলো কেশে আর খোঁপা করা হয় না;
তুমি যে গোলাপ নিয়ে আস না
আমার খোঁপায় গুজে দিতে!


জানতো, তোমার পছন্দের সেই নীল শাড়িটা
এখন না আর পড়ায় হলো না,
তুমি আসলে তোমার সামনে
এক্কেবারে নীলাম্বরী সেজে আসব বলে।


তোমার-আমার নীল রংয়ের ছাতাটা
আর বৃষ্টিতে ভিজে না,
তুমি আর আমি আবার-
বর্ষণমুখর বিকেলে ছোট্ট ছাতাটির নিচে
গুপটি মেরে দিঘীর জলে
পা ডুবিয়ে গল্প করবো বলে।


এখন না আর দেখা হয় না,
শরৎ এর আকাশে-
উড়ে বেড়ানো ধূসর মেঘের ভেলা।
আবার তোমার কাঁধে মাথা রেখে;
ধূসর মেঘের ভেলায়
উড়ে বেড়ানোর চিন্তায় বিভোর হবো বলে।


এখন না আর রাতের আকাশে
তারা গোনা হয় না,
তোমার সাথে তারার পালকি বানিয়ে
শুকতারা ছুঁতে যাব বলে।


তুমি আসবে বলে এখনো শিশিরে
পা ভেজানো হয় না.
শীতের সকালে তুমি আর আমি
একসাথে শিশিরে পা ভিজিয়ে
সকালটা রাঙাতে।


এখন না আর রেল লাইনের দ্বারে যাওয়া হয় না
তুমি আসলে এক্কেবারে
তোমার সাথে জীবন নামের রেল গাড়িটায় চড়ে
একদম শেষ স্টেশনটা পর্যন্ত যাব বলে;
শুধুই তোমারি সাথে!