মানুষে মানুষে কত দন্ধ,বাজে কোলাহল।
মানুষতো এক, আঁখি মেলে দেখ,সবাইতো একদল।


আছে না'হয় তোর রুপের বাহার,অর্থ কাড়ি কাড়ি।
থাকবেনা তোর রুপের জনম,সুখের জমিদারি।


সময়ের টানে হারাবি সব,থাকবে শুধুই দেহ।
বাহাদুরিতে কাজ হবেনা,পাশে থাকবেনা কেহ।


হোসরে যদি মনের মানুষ,থাকবি লোকের মনে।
ওরে ডাকার আগে পাবি সাড়া,তোরি প্রয়োজনে।


মানুষ হয়ে দেখরে মানুষ,অন্য চোখে নয়।
দেখারে তোর বাহাদুরি,সত্য করতে জয়।


মানুষের তরে কাঁদবি মানুষ,বিপদে পাশে থাকবি।
শেষ বিচারে সঙ্গীরে তোর,মানুষ মনে রাখবি।