দিকে দিকে আজ বড় ইমারত, উন্নত সভ্যতা
ভেসে আসে কন্ঠসৃত , উন্নত সুর-কথা।
সবই যেন আজ সহজ সরল যত বাধা-বন্ধকতা,
উন্নত আজ লোক লোকান্তর উন্নত রীতি প্রথা।
তারই মাঝে আজও অনুন্নত মানুষের মানবতা।


কৃষকের ঘামে উর্বর আজও আমাদের ফসলি মাঠ,
ফলছে যারা খাদ্যশস্য, রকমারি কত কাঠ।
তাদের হাড়ে ভর দিয়ে আজ উন্নত সভ্যতা,
তবে কেন আজও অসহায় কৃষক, কোথায় এই সফলতা?
তাইতো আজও অনুন্নত মানুষের মানবতা।


শ্রমিকের শ্রমে উজ্জ্বল আজ আমাদের পরিবেশ,
ওদের কাধে ভর করে আজ উন্নত হলো দেশ।
শ্রমিকের রক্ত চুষে খেলেও শুনি বড় বড় কথা,
ওদের অধিকার আদায়ে দেখি সীমাহীন কপটতা।
তাই দেখি আজও অনুন্নত মানুষের মানবতা।


উন্নত আজ অস্ত্রশস্ত্র পারমানবিক বোমা,
যার বদৌলতে যুদ্ধক্ষেত্র পুরোই রমরমা।
মরছে মারছে মানুষে মানুষ এটা কেমন প্রথা,
বাঁচা নয় যেন মরার জন্য অর্জিত স্বাধীনতা।
তাই বলি আজও অনুন্নত মানুষের মানবতা।