বাংলার চারদিকে ঝরছে আনন্দ,
হাসি খুশি পড়ছে রঙ্গিন পোষাক।
বাঙ্গালিয়ানার দাবি ফুটেছে মুখে,
পিরে এলো হে পহেলা বৈশাখ।


বুড়ো জোয়ান কিশোর কিশোরি,
রঙ্গিল আজ এ কোন সাজে,
আহা একি জোয়ার,যেন সবাই সবার
বৈশাখ এলো যে বাঙ্গলার মাঝে।


দোকানি বিলায় শুভ হালখাতা,
আথিতীয়তার আমেজ ঘরে ঘরে,
নানা আয়োজন লোকান্তরে,
বৈশাখ এলো যে নতুন করে।


নতুনের টানে চৈত্রের শেষে,
বাঙ্গালী সুরের যে ডাক,
অসীম কল্যাণ বয়ে এসো,
এসো হে পহেলা বৈশাখ।