ফের একবার দেখা হোক আমাদের
কথা না হোক,
না হোক কোনো অভিযোগ
শুধু চোখে চোখ পড়ুক।
মনে করো এমনি কোন রাস্তার পাশে
দুজন দুদিকে হেঁটে যাবো,
চোখ পড়বে চোখে
ব্যস অতটুকুই।


চেহারায় কোন ভিন্নতা না আসুক
না আসুক মনের অন্তরালে ঢেউ,
আগের মত তোমায় দেখে সস্তি না আসুক
ভুলে যাবার ভয় না আসুক
না আসুক কোন কারণ ছেড়ে যাবার।


তুমি ভালো আছো এই জেনে
দুজন অচেনা হবো আবার,
আমার থাকা না থাকা
আর নাইবা জানলে তুমি,
শুধু জানলে, বেচে আছি
এখনো কবিতা লিখছি।


ফের একবার দেখা হোক আমাদের
ভীড়ের মধ্যে অচেনার মত করে
শুধু চোখে পড়বে চোখ
অতঃপর দুজন দুদিকে হেঁটে যাবো
চিরতরে অচেনার মতো করে।