বুকের ভেতর ক্ষুদ্র ক্ষুদ্র শব্দের বিক্রিয়ায় ক্ষণে ক্ষণে ঘটে বিস্ফোরণ, স্বপ্ন গড়াগড়ি খায় জল কাঁদায়।
অজস্র ব্যাথার ভারে নুয়ে পড়া শিরদাঁড়া বিদ্রোহ করে
জরাজীর্ণ জীবন বৃক্ষের অক্সিজেন মেলে না।
ইচ্ছে করে মিশে যাই মৃত্তিকায়
পাক কাদার গহীনে গ্রোথিত পা দুটো আটকে আছে
আমার আর নড়াচড়ার উপায় নেই।