যদি পাবো না কিছুই তবে কেন তুমি এলে
অনেক পাওয়ার স্বপ্ন নিয়ে এ জীবনে
যদি অমাবস্যার অন্ধকার জীবন জুড়ে রবে
তবে কেন বলেছিলে ভালবাসি, ভালবাসি তোমাকে
যদি সুখের স্বপ্ন সব বিলীন হবে
দুঃস্বপ্নের মতো করে
তবে কেন অনাবিল সুখের স্বপ্ন দেখিয়েছিলে
যদি কান্নাই হবে চিরসঙ্গী এ ভুবনে
তবে কেন বল অফুরন্ত হাসি হাসতে শিখিয়েছিলে
যদি তোমার প্রতারণায় হবে আমার প্রাপ্তি
তবে কেন বলো সত্য সুন্দরের ভালবাসা দিয়েছিলে
যদি চলার পথে সুখের সঙ্গী নাই পাবো
তবে কেন একত্রে আপনজন হয়ে এক সঙ্গে পথ চলেছিলে
যদি রাত্রের নিদ্রা হারিয়ে যাবে জাগরণে
তবে কেন বল সুখের নিদ্রায়, স্বপ্ন হয়ে আসতে সব সময়ে
ভালবাসার ফুল হাতে স্বপ্নের সংলাপ নিয়ে।
তাই বুঝি আজো এই মন তোমায় খোঁজে
যদি ভালবেসে আমার নাই হবে
কেনই বা তবে বল এসেছিলে এ জীবনে।