মেঘ বৃষ্টির লুকোচুরি বিদ্যুৎ খেলে যায়
নীলাকাশ আর তারকামাঝে চন্দ্র আলো বিলায়
বীজনের গতিবেগ মনেতে শঙ্কা জাগায়
তোমার একটু চাহনি এ অন্তরে দোলা দেয়
মনে হয় পরিচয় জন্মান্তরের ভালবাসার কথা কয়
সত্যি সত্যিই বলছি অপরিচিতা তোমার চোখ কথা কয়
আজকের এ দীর্ঘ যাত্রা পথে
তুমি বসে আছো আমার সম্মুখ আসনে
চোখের পলকে সবুজে ছাওয়া শস্য প্রান্তর যাচ্ছে হারিয়ে
মাঝে-মধ্যে তোমার দৃষ্টি প্রকৃতিপ্রেমে মগ্ন হচ্ছে
তবু অপরিচিতা তোমার দৃষ্টি মুহূর্তে বিলীন হচ্ছে আমার দৃষ্টিতে
যেন বলতে চাও বহুকথা আছে বহুদিনের আমার সঙ্গে
যদিও তুমি অপরিচিতা আজই প্রথম দেখা
তবু যেন বন্ধন অনন্তকালের
তোমার দুটি চোখ বলে সে কথা অপরিচিতা।