সময় ঘুমিয়েছে মহাকালে শুধু প্রতিশ্রুতির প্রতিচ্ছবি দেখে দেখে চলছে নাগরিক জীবন।
হে স্বাধীনতা, আমি ভালো নেই মোটেও ভালো নেই।
নৈরাজ্যের মহাপ্রলয়ে সময়ের মঞ্চে শুনি বোধের ঘণ্টা ধ্বনি
উদয়ের ডাকে শুনি কান্নার রোল!
এই পৃথিবী জানে,আমার প্রতিটি রাত জানে,
নীল জ্যোৎস্না জানে,আমি ভালো নেই,
দুশ্চর ছায়াপথে আমি ভালো নেই!


এ জগত সংসারে প্রতিনিয়ত ভেঙে যাচ্ছি,
ভাঙতে ভাঙতে টুকরো হচ্ছি তবুও ভাঙছি-- চূর্ণ-বিচূর্ণ হচ্ছি, অতঃপরও ভাঙছি !
প্রতিদিন আমার স্বপ্নসাধ অঙ্কুরিত হয়,
প্রতিদিন আমি গজিয়ে উঠি...
আবার প্রতিদিনই মরে যাই...!
আমার আর বেড়ে ওঠা হয় না...
অকল্যাণকর প্রকৃতি, অনুক্ত অনুভূতি
আমাকে বারবার মৃত ঘোষনা করছে!
তবুও ইচ্ছের আকাশে প্রতিবাদ প্রতিরোধের ধ্বনি শুনিয়ে গেলাম,
ভুল সময়ের ঋণ শোধে ফেরার বাসনায়।

আমার ক্ষুধার রাজ্যে তোমাদের স্বর্ণাক্ষরে খুঁদিত "ভালবাসা"-উপহাস...
খুব আফসোসে কি যেন খুঁজি,নিজেকেও পাই না কোথাও........।
তাই তোমাদের আঙিনায় আমার বিষাদ বিলাস,
তোমাদের চোখে মহামানবের স্বপ্ন, হৃদয় ভাঙার মিষ্টি মধু মুখে।
তবুও আমার অনুক্ত ভালবাসা তোমাদের দিয়ে গেলাম....
হে দেশ, জাতি- আবার তোমরা মানবিক হও।


রচনাকালঃ ০৪ মে ২০২০