অনুভুতির অনুযোগে
অভিমানের অনুরাগে,
দাঁড়িয়ে থেকে পোড়াও কেন
ভালবাসার তাম্রলিপি?


আবার...
পোড়া মনের কষ্ট দেখে,
অকপটে দু'হাত তুলে
ভেজাও কেন শাড়ির আঁচল?

জলসা যদি তোমার-আমার
ভালবাসায় মিশে যাবার,
তবে অভিযোগের মিছিল কেন
আমার ফাঁসীর দাবি তোলা?


আমায় যদি রাখই তুমি
অহংকারের অলংকারে,
তবে দুঃসময়ের  ঘোলা জলে
ভাসাও কেন বেলাভূমি?


একাকীত্বের নষ্ট ভ্রুণে
দূরত্বটাই খুঁজবে যদি,
তবে মাখলে কেন সোনা  রোদে
শেষ বিকেলের আলোকছটা?


আমিই যদি তোমার ঠোঁটের
মিষ্টি প্রেমের কাব্যকথা,
তবে উপন্যাসে লিখছো কেন
অপুরুষে ভালবাসা?


এটাই যদি ভাব তুমি
বর্তমানের অতীত আমি,
তবে হলফ করে বলতে পারি
ভুল সময়ে ভুল করেছি।


রচনাকালঃ ০২/১০/১৮