বর্ষার অকালবোধন
এ কে রাসেল


মদনোৎসবে কে জানি কবে
বলেছিল ক্রোধে-ঘটবেই অঘটন,
তাই হলো শেষে বসন্ত দিবসে
....বর্ষার অকালবোধন।


বসন্ত বিবাদে বজ্র নিনাদে
ঋতুরাজ ঢালে জল,
প্রাণ সংহারে শুক্লাম্বরে
থেমে গেল কোলাহল।


বসন্তঘোষ করছে আপোষ
প্রকৃতির বিপরীতে,
মরন্ত সময় দিক চিনে দেয়
বসন্ত  সংগীতে।


নিখোঁজ সময়ে বসন্ত ক্ষয়ে
গুনে রাখি জীবনের ক্ষয়ক্ষতি,
থাক ঋতু ঋণে অকালবোধনে
ঘটে যায় যাক -- শেষ পরিণতি।