তোমার নিঃসঙ্গতায় অমৃত সংলাপে
বহুদিন আমি ছায়াসঙ্গী ছিলাম,
বহু পথ হেঁটে এসে নিপুণ মমতায়
আকণ্ঠ ডুবেছিলাম অভিশপ্ত জলে,
তোমার কবিতার চোখে স্বপ্ন দেখাবো বলে...


সেই তুমিই শিরোনামহীন কবিতার হাত ধরে
কৃতিস্বত্ব কবি হয়ে গেলে!
তোমার অনুভূতির জঠরে জঠরে
কাব্যশিশুরা কুমারী থেকে সপ্তদশী হয়ে ওঠে,
পদ ও পদকের বর্ণিল উৎসবে উৎসুক তুমি
যশ- খ্যাতি এখন সবই তোমার।


স্বপ্নের বুকভরা ক্ষুধা নিয়ে গোগ্রাসে চিবাও
কবিতা,গল্প, উপন্যাসের পাণ্ডুলিপি
শব্দ,বাক্য ও যতিচিহ্নের ভুল শুধরে
এখন তোমার কলমে জন্ম নেয়
আমার মতো কতশত উদাসী বাউল...


এইতো সেদিনের সেই ভালোবাসা
শব্দমালার নিপুণ কারুকাজ,
অক্লান্ত সময়ের ঘণ্টাধ্বনি,
তোমার পাণ্ডুলিপির প্রতিটি পাতায় পাতায়
প্রতিবাদ, প্রতিশোধে বিপ্লব ডেকেছে।
তোমার বিনাশে বসেছে বিপ্লবী কাব্যসভা...
আমি চাই না এ সভা বর্ধিত হোক,
আমি চাই, তুমি আবার ফিরে এসো।


রচনাকালঃ ০৩/১২/২১