বিরহ তিথির অমাবস্যায়
সূচনার চেতনা হারানো বিশ্বাসে
শব্দকুশলী কবি লিখেছিল শব্দকোষ,
অন্ধকারে ভয় পাওয়া প্রেমিকা
যাতনার নীল গালিচায় পা রেখে
একদিন আলো জ্বালাবে,
নিভে যাওয়া বাতিঘরে!


তুমুল আবেগে, বাহারি বসন্তে
রঙ ছড়াবে প্রতীক্ষার এক যুগ,
অথচ সেদিন মুজরিম প্রেমিক
দীর্ঘশ্বাসের ঢলে মুছে দেবে প্রেম,
আঁখিঠারে ভেসে যাবে শিউলি মালা
ভেসে যাবে অতীত বর্তমান
হৃদয়ে জমানো সংলাপ...


এ শতাব্দীর গাঢ় অন্ধকারে
প্রণয় পাবে না জীবন,
চেতনা ফিরবে না কূলে
তরঙ্গে তরণি চলে যাবে দূরে,
সূর্যাস্তের ঠিক আগে
আবার নিভে যাবে দীপ
সূচনার চেতনা হারানো বিশ্বাসে...


রচনাকালঃ ৩০/০১/২০২২