শব্দ চাষে একাত্তর লিখে কী হবে
রক্তস্রোতে পেয়েছি যখন প্রিয় মাতৃভাষা ;
ত্রিশ লক্ষ প্রাণ,দু'লক্ষ সম্ভ্রমে লিখো 'স্বাধীনতা'
হৃদয় মানচিত্রে লিখো 'বাংলাদেশ'
উগ্রতা পরিহারে জাগ্রত হও দেশাত্মবোধে,
প্রতি প্রাণে প্রাণে রণিত হোক জাতীয় স্লোগান...
একাত্তরের মহান মুক্তিযুদ্ধ শুধু কি যুদ্ধ?
না-- একটি বিশাল শব্দকোষ, বিশাল মহাকাব্য
তাই কবিতায় নয়, শ্রদ্ধায় কর একাত্তর দর্শন।
মুক্তিযোদ্ধা জন্মানোর অপরাধে বৃদ্ধ পিতার শিশ্ন কর্তন,
বৃদ্ধা মাথার যোনিপথে বন্দুকের গুলি!
ধর্ষিত স্ত্রী ও বোনের ক্ষত-বিক্ষত লাশ...
ভাইয়ের ছিন্ন মস্তক পাশেই ফুটফুটে দুটি রক্ত গোলাপ,
মায়াময়ী দুটি শিশুর মুখ- বহু স্বপ্নের চির অবসান।
উঠোনে পড়ে থাকা লাশের স্তূপে ঘরের আগুন ছুঁই ছুঁই,
পীড়ন,নিপীড়নে পাখি হায়েনার বিষদৃষ্টির আগুনে
পুড়েছে সগীর আলীর স্বপ্ন সাধ, বর্তমান ভবিষ্যৎ...
এভাবেই পুড়েছে লাখো লাখো ছগীর আলীর সংসার।