নিরূপিত হচ্ছে সময়
আমজনতা খুশি,
সন্দেহের গন্ধ শোকে
নারীর নাকের পেশি।


পাচ্ছে তারা আসল ঘ্রাণ
কে ডুবেছে বানে,
কার সুতোটা ছিঁড়লো বুঝি
সংসার আমফানে।


কে পুড়েছে প্রেমানলে
কার গিয়েছে সব,
দশ নারীতে খুনসুটিতে
তারই কলরব।


কে ধুয়েছে কলঙ্ক দাগ
কার বা পরকীয়া,
কোথায় গেল সাত নারীর ধন
প্রেমিক চুনু মিয়া।


কোন পুরুষে তুষ্ট জীবন
কে বা ভাঙে মন,
তিন নারীতে তাকেই নিয়ে
হচ্ছে আলাপন।


কার রাঁধুনি কেমন রাঁধে
কার দেমাগি বউ,
কার স্বামীজি আসল পুরুষ
কার স্বামীজি ফেউ।


কে গিয়েছে কোন পথে
আর কে উঠেছে শাখে...
সব নারীতে জটলা বেঁধে
তারই গন্ধ শোকে...।


সন্দেহের গন্ধটা আজ
বাজায় কোথাও ঢাক,
সত্য মিথ্যা যেটাই শুকুক
শোকে নারীর নাক।


রচনাকালঃ একুশ ছয় একুশ