ভালোবাসার শরীর ছুঁয়ে দিয়ে
বলেছিলে একদিন- প্রেমিক হবে?
ফুল হবে, আমার বাগান জুড়ে?
যে ফুলের ঘ্রাণ আমাকে উন্মাদ করে দেবে!


তুমি বলেছিলে-- ভালোবাসবে?
বেহিসেবি ভালোবাসা?
যে ভালোবাসার চিবুক অনুভব করা যায়,
চাঁদ ও জোসনার মত?


সেদিন আমার চোখ তোমাকে পড়েছিল
বার বার পড়েছিল, শতবার পড়েছিল...
তবুও জাগেনি আমার ঘুমে থাকা প্রেম,
নেকড়ের শরীর বৃত্তীয় শিহরণ।


তোমার নিজস্ব আলোয় চলতে পারিনি পথ
তাই সন্ধ্যা প্রদীপে পুড়িয়েছি নিজেকে...
কি যে কুলকুল ধ্বনি, উচ্ছল ঢেউ তোমার
তবুও সে আগুন দাবানল হয়ে গেল...


তুমি যদি সব ব্যারিকেড ভেঙে দাও
আবার ডাকো প্রেমিক হতে...
তাহলে এসো, আমরা আঙুল ভেজাই,
বিলি কাটি উচ্ছল জীবন-যৌবন স্রোতে।

রচনাকালঃ ৩০/০৪/২১