অতঃপর...  তুমি এসেছো
হৃদয়ের দগদগে ক্ষত ছুঁয়ে দিয়ে,
লাশের স্তুপে পা রেখে
দৃপ্ত পদচ্ছাপে তুমি এসেছো
গোলাপের পাপড়ি শুকানো বেলায়...
তুমি এসেছো অশ্রু মুছে দিতে
বীরাঙ্গনার উদোম দেহ ঢেকে দিতে,
কৃষাণের মাঠে সবুজের সমারোহে।
তুমি এসেছো উচ্ছল কিশোরীর নূপুরের ছন্দে
রাখালের বাঁশির সুরে সুরে
নবজাতকের কোমল হাসি মুখে
আহত যোদ্ধার নিদারুণ যন্ত্রণায়
শহীদী আত্মার বিনম্র শ্রদ্ধায়
তুমি এসেছো স্মৃতির জলসায়,
প্রভাতের ফুলে ফুলে, নতুন স্বপ্নের টানে...
সোনার বাংলার আবহসংগীতে...
মর্টার গ্রেনেড স্টেনগান কাটা রাইফেল
প্রতিহত করে,
লুণ্ঠিত অধিকার ফিরিয়ে দিতে তুমি এসেছো।
তুমি এসেছো পতাকার খুঁটি ধরে চেয়ে থাকা
বঙ্গ জননীর কোলে, ইতিহাস নিয়ে
হে আমার প্রিয় স্বাধীনতা...
কত রক্তগঙ্গার বিনিময়ে তুমি এসেছো এ বাংলায়।


রচনাকালঃ ২২/০৮/১৯