আমার যাত্রা পথে
জানি তুমি দাঁড়াবে না বন্ধু,
জানি সাজন্ত উপহারে
আসবেনা কাছে...
আঁচলে ঢাকবে না সেই
মায়াময়ী মুখ,
তোমার বিদায়ে ঢেলেছি যখন
অভিশপ্ত জল।


নিয়ম মানিনি বন্ধু
মেনে নিয়েছি নিয়তি...
অষ্টকুলাচল হেঁটে এসে
অসীম তটে, তুমি সংকটে
আমি মোটেও ভালো নেই।


দিনের গোটা রোদ্দুর গায়ে মেখে
এক বসন্ত সন্ধ্যায়,
তোমার জন্য ঠিক নিরুদ্দেশ হবো...
নিয়তির যাত্রাপথে
দুর্বোধ লজ্জায়...
অচল স্মৃতি হাতরিয়ে
ফের অনাবাসী হবো....


রচনাকালঃ ২২/০৫/১৮