সন্ধ্যা প্রদীপ জ্বেলে দিও পথে
হিম কষ্টে চুমুক দিয়ে
রাত গভীর হলেই স্মৃতিরা হাঁটবে,
মহাকালের ডাকে বর্ণিল কৌতূহলে
এ পথেই খুঁজবো তোমাকে,নিস্তব্ধতায়।


অনুরাগের নিদারুণ সংকটে
পথিক চলে গেছে দু'পথে
শুধু স্মৃতি হয়ে আছে গোধূলি আকাশ।
তবুও সহস্র শতাব্দীকাল দূরে থেকেও
বলে যাবো তোমাকে- ভালোবাসি...

অভিনয়ের অভিনব পর্ব রাঙাতে
যদি স্মৃতি মুছে দাও,ভুলে যাও সমূলে,
যদি ফের দেখা হয় এ পথে
তবে সব ভালোবাসা ফিরিয়ে দিও,
ভুলে যেও আমার বিষাদ কান্নার ঋণ।


রচনাকালঃ ০৬/১২/২১