শিশুরা পুতুল খেলে
পুতুল বানানো হয়
ছেঁড়া কাপড়, সূঁচ, সূতো, পুঁতি, তুলো
পলিথিনের টুকরো
বাদ পড়া ইমিটেশন-গয়না দিয়ে
পুতুল তৈরী করে
মা, ঠাকুমা, দিদিমা, মাসি বা পিসীরা,
পুতুলের বিয়ে হয়
ভোজ হয়
খরচ যোগায় পরিবারের সদস্যরা ।


বড়রাও পুতুল খেলে
পুতুল বানানো হয়
বাঁশ, কাঠ, খড়,মাটি, তুষ, রঙ তুলি,
নতুন কাপড়, শোলার সাজ দিয়ে
পুতুল তৈরী করে
কুমোরটুলি বা পালপাড়ার মৃৎ-শিল্পীরা
পুতুলের পূজো হয়
প্যান্ডেল হয়, আলোকসজ্জা হয়
মহোৎসব হয়
খরচ যোগায় বাইরের লোকেরা ।


মা, ঠাকুমা, দিদিমা, পিসীমারাও পুতুল খেলে
ঠাকুর ঘরে
তামা, পিতল, ব্রঞ্জ বা মাটির পুতুল দিয়ে
লক্ষ্মী, গনেশ, কৃষ্ণ
আরও কত কি
সাজ আনে বৃন্দাবন, হরিদ্বার গিয়ে
পূজো হয়, শিন্নি হয়
অশ্রুপাত হয়
পাঁচালী পড়ে
খরচ থাকে গৃহস্বামীর ঘাড়ে ।