যখন তোমার বয়স ছিল
হজম শক্তি ছিল
তখন আমার পকেটে টাকা ছিল না,
তুমি কত কিছু খেতে চেয়েছিলে
আমি কিনে দিতে পারিনি ।
এখানে ওখানে ঘুরতে চেয়েছিলে
আমি ঘোরাতে পারিনি,
সাজ-পোষাক গয়না-গাঁটির কোন সাধই
আমি পূর্ণ করতে পারিনি ।
দিন চলে গেছে
কিন্তু কথাগুলো মনে গাঁথা আছে  ।


আজ পকেটে টাকা আছে
কিন্তু তোমার সুগার, প্রেসার,
কোলেসটোরাল, বাত ।
কিডনীতে স্টোন, পা ফোলা,
তোমার ভাত খাওয়া মানা,
তরকারী খাওয়া মানা,
মিষ্টি খাওয়া মানা,
ঘি খাওয়া মানা,
তেল খাওয়া মানা ।
তুমি একটা রোগের পুঁটলি
হায় রে  অদৃষ্ট !